লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

0

বান্দরবানের লামার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গতকাল (সোমবার, ৩ ফেব্রুয়ারি ) রাতে সরই ইউনিয়নের দুর্গম লিংপুং পাড়া এলাকা থেকে তাদের যৌথবাহিনী উদ্ধার করেছে।

উদ্ধারকৃতরা হলেন- কাঠ শ্রমিক মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। অপর দু'জনের নাম জানা যায়নি।

সেনাবাহিনী ও পুলিশের অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃতদের দুর্গম পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে তাদের ওই এলাকার সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার কারণে লিংপুং পাড়া থেকে অপহৃতদের উদ্ধারের কথা তিনি জেনেছেন। নিরাপত্তা বাহিনী থেকে জানানো হয়েছে অপহৃতদের উদ্ধার করে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান পাড়া থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সন্ত্রাসীরা।

এদিকে অপহরণের সংবাদ পাওয়ার পরপরই তাদের উদ্ধারে নামে যৌথবাহিনীর সদস্যরা।

এসএস