রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে অপহৃতদের মুক্তিপণ বাবদ ৮লাখ টাকা দাবি করেছে সন্ত্রাসীরা। এদিকে অপহৃতদের উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার।
স্থানীয়রা জানান, লামার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লেমুপালং এলাকার বাগান থেকে শনিবার দিবাগত গভীর রাতে কাঠ কাটার ৭ শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের নিকট মুক্তিপণ দাবি করে তারা। এ ব্যাপারে শ্রমিকদের উদ্ধারে যৌথবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ জানুয়ারি গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকা থেকে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা ৩টি খামারবাড়ি থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে অপহৃতরা মুক্তি পান।