নিহত ও আহতদের সকলের বাড়ি ওই সড়কের দৌলিয়ান পাড়ায়। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার দিকে বান্দরবান থেকে রুমাগামী একটি মালবাহী পিকআপ মুরুংবাজার পার হয়ে আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এসময় মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে ইছং ম্রো নামের একজন ঘটনাস্থলে মারা যান। অপর দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মেনরাও ম্রো নামে আরো একজন মারা যান।
রুমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী সড়ক দুর্ঘটনায় দুই ম্রো যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে মুরুংবাজার ক্যাম্পের পুলিশ। মালবাহী গাড়িটি কক্ষ্যংঝিরি বাজার এলাকা থেকে জব্দ করা হয়েছে এবং গাড়ির চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।