বান্দরবান-রুমা সড়কে মালবাহী পিকআপের ধাক্কায় ইছং ম্রো (২৩) ও মেনরাও ম্রো (১৫) নামে দুই মোটরসাইকেল আরোহী ম্রো যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তলিয়ান ম্রো (২০) নামে আরো এক যুবক। আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান-রুমা সড়কের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের মুরুংবাজার ও হিমাগ্রী মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।