এ ঘটনার পর সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান।
জানা গেছে, ওই এলাকায় শ্রমিকরা কাঠ ব্যবসায়ী মো. হেলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিল। অপহৃতরা হলেন মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায়, কাঠ ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা সাত টাকা মুক্তিপণ দাবি করেছে। চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।