আজ (বুধবার, ২৯ জানুয়ারি) আয়ানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর শুনানি শেষে বাবা শামীম আহমেদ এ কথা জানান।
পরবর্তী শুনানির জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। শুনানিতে অনুমোদন ছাড়া রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার বিষয়টি একটি গুরুতর অভিযোগ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
ওই হাসপাতালে সুন্নতে খৎনার জন্য অতিরিক্ত অ্যানেস্থেসিয়া প্রয়োগে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দেখে উচ্চ আদালত এ মন্তব্য করেন।
হাইকোর্ট বলছেন, তারা আইন সম্পর্কে জানতে চান। আইনের কোথায় সমস্যা আছে, তা বুঝে পর্যবেক্ষণ দেবেন আদালত।
গত বছরের ২৯ জানুয়ারি সুন্নতে খৎনা করাতে গিয়ে রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্ট লোক দেখানো (আইওয়াশ) ও হাস্যকর বলে মন্তব্য করেন হাইকোর্ট।