আজ (সোমবার, ২৭ জানুয়ারি) দুপুরে নাটোরের চীফ জুডিশিয়াল আদালতের বিচারক আল আমিন রিমান্ড শুনানি শেষে মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোর জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয় রিয়াজুল ইসলাম মাসুম কে।
এসময় গার্মেন্টস ব্যবসায়ী রবিনকে পুড়িয়ে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার উপ পরিদর্শক মোত্তালেব হোসেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করেন। এসময় বিচারক আল আমীন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানির সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে রিমান্ডে না দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান।
গত বছরের ৫ আগস্ট নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে গার্মেন্টস ব্যবসায়ী রবিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবিনের মামা সোহেল রানা বাদী হয়ে সাবেক এমপি শিমুল সহ ৭১জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।