রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

আদালত চত্বরে পুলিশের নিরাপত্তা আসামিরা
আদালত চত্বরে পুলিশের নিরাপত্তা আসামিরা | ছবি: এখন টিভি
0

রাজবাড়ীর পাংশায় পা‌রিবা‌রিক ক‌ল‌হের জে‌রে আব্দুল সাত্তার মৃধা না‌মে এক ব্যক্তিকে হত্যা মামলায় ১০ জ‌নের যাবজ্জীবন দি‌য়ে‌ছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসা‌মি‌কে ২০ হাজার ক‌রে জ‌রিমানা ও অনাদা‌য়ে ৩ মা‌সের কারাদণ্ডও দিয়েছেন।

আজ (সোমবার, ৯ নভেম্বর) দুপু‌রে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদাল‌তের বিচারক অশোক কুমার এ রায় দেন। রা‌য়ের সময় দুই আসা‌মি অনুপস্থিত ছি‌লেন।

দ‌ণ্ডিতরা হলেন, মিরাজ মৃধা (পলাতক), সাঈদ মৃধা, মণিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফা‌জ্জেল ওর‌ফে তোফা, মাহাতাব শেখ, ঠাণ্ডা মৃধা (পলাতক)।

মামলার নথী থে‌কে জানা যায়, ২০১৮ সা‌লের ১৬ জুন পাংশা উপ‌জেলার মৌরাট ইউনিয়নের জা‌গিরমাল‌ঞ্চি‌ গ্রা‌মের বা‌সিন্দা আব্দুল সাত্তার মৃধাকে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে ঈ‌দের দিন সকা‌লে জবাই ক‌রে হত‌্যা ক‌রে তার ভাই ভা‌তিজারা।

পর‌দিন নিহ‌তের স্ত্রী বাদী হ‌য়ে পাংশা ম‌ডেল থানায় ১৭ জন‌কে আসা‌মি ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রে। মামলার তদন্তকারী কর্মকর্তা ১৫ জন আসা‌মির না‌মে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রে।

আদালত সাক্ষ্যগ্রহণ শেষে ১০ আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসা‌মি‌কে ২০ হাজার ক‌রে জ‌রিমানা ও অনাদা‌য়ে ৩ মা‌সের কারাদণ্ডও দি‌য়ে‌ছেন। এছাড়া ৩ আসা‌মিকে খালাস দেয়া হয়েছে।

এএইচ