বিরামপুরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

দিনাজপুরের বিরামপুরে শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১২টি স্বর্ণের বারসহ জয়দেব মহন্ত (৪৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জয়দেব মহন্ত (৪৩) বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তর ছেলে।

১ কেজি ২৫০ গ্রাম ওজনের জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল (সোমবার) রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ভারতে পাচারের জন্য শরীরে ১২টি স্বর্ণের বার বিশেষভাবে লুকিয়ে রেখে মুকুন্দপুর বাজার অটোরিকশার জন্য অপেক্ষা করছেন এক ব্যক্তি।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে জয়দেব মহন্তের শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এএইচ