অপরাধ ও আদালত
0

কামরাঙ্গীরচরে অবৈধ লাইন উচ্ছেদে তিতাসের অভিযান

অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে কামরাঙ্গীরচরসহ একাধিক এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে মেঢাবিবি-৫, ধানমন্ডির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার এস এম স্টিল, নিউ সরদার এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজ-সহ আরো ৪টি নামবিহীন খানাডুলি কারখানার অবৈধ লাইন কিলিং করা হয়। যার মাঝে বার বার্নার ১৮টি, পাইপ বার্নার ৪টি, স্টার বার্নার ৬টি এবং সিএফটির পরিমাণ ৮ হাজার ২০০।

এসময় ২১০ ফুট জি আই পাইপ, ৪০ ফুট এম এস পাইপ, ১২ টি কম্প্রেসর/বুস্টার, ৩৩০ কেজি বার্নারের মালামাল/লোহার সরঞ্জাম ও ১০ টি পাইপ বার্নার জব্দ করা হয়েছে।

তিতাস জানায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনও দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপককে, মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এএইচ