মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রাণীনগর সীমান্তে মেইন পিলার ২৯৬ এলাকা হতে চারশ গজ বাংলাদেশ অভ্যন্তরে তাদের আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) দুপুরে বিরামপুর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি।
আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাহজাহান ভুঁইয়া (৩৪) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ (৩৫)।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃতরা ছাত্রলীগের কর্মী। তারা ভুটানের গার্মেন্টেসে কাজ করার উদ্দেশে অবৈধ ভাবে যাওয়ার জন্য বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।পরে তাদেরকে বিজিবি আটক করে থানায় এনে তাদের নামে পাসপোর্ট আইনে মামলা করেছে এবং বুধবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।