গ্রেপ্তারকৃতরা হলেন- শিবালয় উপজেলার ঢাকাইজোড়া গ্রামের জাহাঙ্গীর মিয়া, একই গ্রামের মো. জনি, একই উপজেলার ডি-তারাইল গ্রামের টিপু মোল্লা ও পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার অধীর সরকার সাগর।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর শিবালয় উপজেলার ঢাকাইজোড়া গ্রামের মজিবরের বাড়ির ঘরের টিনের বেড়া কেটে চোরেরা স্বর্ণ-রুপা, দু'টি ফোন, ব্যাংক চেক, নগদ টাকা চুরি করে নিয়ে যায়। মজিবরের মেয়ের জামাই বাদী হয়ে শিবালয় থানা অভিযোগ দায়ের করলে পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
ওসি এআরএম আল মামুন জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিকেলে আদালতে পাঠানো হয়েছে।