এ লক্ষ্যে দেশের সব পাবলিক প্রসিকিউটরকে চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা চিঠিতে এই তালিকা চাওয়া হয়।
চিঠিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের, বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। যা অনেক ক্ষেত্রে ‘গায়েবি মামলা’ নামে পরিচিত।
এসব মামলা সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই নির্ধারিত ছকে এসব মামলার তথ্য জরুরি।
এই মামলাগুলোতে নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফৌজদারি মামলা করা হয়েছিল। কিন্তু অনেক মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সরকার এখন এসব মামলার তালিকা পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।
মামলার তালিকা তৈরিতে বিশেষভাবে যত্নবান ও দায়িত্বশীল হওয়াসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চিঠিতে বলা হয়েছে। মামলার তালিকা পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে মন্ত্রণালয়।