অপরাধ ও আদালত
0

বরগুনায় চোরাই গরুসহ আন্তঃজেলা চোরচক্রের হোতা গ্রেপ্তার

গত ১ ডিসেম্বর বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারগাছিয়া চাউলা বাজার থেকে চারটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা লিটন কুমার ঢালিকে জিজ্ঞাসাবাদ করে আমতলী থানা ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

আসামীর দেয়া তথ্য মতে, বিভিন্ন স্থান থেকে আরও ১০টি চোরাই গরু উদ্ধার করা হয়। উদ্ধার করা ১৪টি চোরাই গরুর বাজার মূল্য অনুমান ১০ লাখ টাকা।

এ বিষয়ে আজ (সোমবার, ২ ডিসেম্বর) সকাল ১১টায় আমতলী থানায় সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।

তিনি বলেন, 'গ্রেপ্তারকৃত আসামি আন্তঃজেলা গরু চোর দলের মূলহোতা এবং আসামীর বিরুদ্ধে বরগুনাসহ অন্যান্য জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। এছাড়া চোর ডাকাতদের উৎপীড়ন বন্ধে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।'

এ ঘটনায় আমতলী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

এসএস