বাদ যোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে তার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামান, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিসহ বিশিষ্টজনরা। তাকে চট্টগ্রামে নিজ বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার।
তিনি ১৯৬৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন । ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারক এবং ২০০১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হন। পরে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। সে বছরের ৩০ সেপ্টেম্বর অবসরে যান ফজলুল করিম।
প্রয়াত সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল (রবিবার, ১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।