আজ (রোববার, ১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক পার্থ প্রতিম মামলা গ্রহণ করেন। মামলাটি রাজধানীর শাহ আলী থানাকে তদন্ত করে অভিযোগ গ্রহণ করতে বলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের গড়া প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের প্রধান কার্যালয়ে হামলা ও দখল করার উদ্দেশে চলতি বছরে ১২ ফেব্রুয়ারি হামলা চালানো হয়।
এই হামলার নেপথ্যে ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ, ব্যারিস্টার মাসুদ আকতারসহ অনেকে। তাদের বিরুদ্ধে দখল, ভাঙচুর, লুটপাট ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।