এসময় ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ জানান, তিনি ভেতরেই ছিলেন। আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। এ ঘটনায় সকালে ঘটনাস্থলে পুলিশের টহল দেখা যায়। এতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল জানান, আগুন লাগলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় থানা অভিযোগ দেয়া হয়েছে।
কুমারখালী থানার (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি পেট্রোল ভরা বোতল জব্দ করেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।





