গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে দৃর্বৃত্তের আগুন, এলাকায় আতঙ্ক

পান্টি শাখা কুমারখালী গ্রামীণ ব্যাংক
পান্টি শাখা কুমারখালী গ্রামীণ ব্যাংক | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংক পান্টি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা জানালার ছোট ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ও পরে পেট্রোল ঢুকিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এসময় ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ জানান, তিনি ভেতরেই ছিলেন। আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। এ ঘটনায় সকালে ঘটনাস্থলে পুলিশের টহল দেখা যায়। এতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল জানান, আগুন লাগলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় থানা অভিযোগ দেয়া হয়েছে।

কুমারখালী থানার (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি পেট্রোল ভরা বোতল জব্দ করেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এএইচ