বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে নথিপত্র

গ্রামীণ ব্যাংকে আগুনে পুড়ে যাওয়া নথিপত্র
গ্রামীণ ব্যাংকে আগুনে পুড়ে যাওয়া নথিপত্র | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা রাতের আঁধারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার চান্দুরা এলাকায় চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এছাড়া টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিম উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নৈশ-প্রহরী বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরইমধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ‘কেউ আগুন দিয়েছে নাকি কোনোভাবে আগুন লেগেছে সেটি আমরা এখন নিশ্চিত নই। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।’

ইএ