আজ (বৃহস্পতিবার, ৭ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্টে বেঞ্চে তৃতীয় দিনের শুনানি হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের ওপর দেয়া রুলের শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি। গত দুই কার্যদিবসে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে শুনানি করেন সুনাগরিকের জন্য সুজনের আইনজীবী।
এরপর জামায়াত ও গণফোরামের পক্ষে আইনজীবীরা শুনানি করবেন। বিএনপির আবেদনের পক্ষের শুনানিতে জয়নুল আবেদীন বলেন, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই।
সংবিধানের মূল কাঠামোর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার সাংঘর্ষিক নয় বলেও আদালতে যুক্তি তুলে ধরেন আইনজীবী।