অপরাধ ও আদালত
0

গেন্ডারিয়ায় অটোরিকশা চালক হত্যায় জড়িত ৩ জন গ্রেপ্তার

রাজধানীর গেন্ডারিয়ার দুই অটোরিকশা চালক হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ওয়ারী বিভাগ পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৭ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ড এবং আসামিদের গ্রেপ্তার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মো. ছালেহউদ্দিন।

পুলিশ জানায়, গেল ২১ সেপ্টেম্বর গেন্ডারিয়া এলাকায় আততায়ীর ছুরিকাঘাতে নিহত হন অটোরিকশা চালক জিন্নাহ।

এর ১৫ দিন পর একই কায়দায় হত্যা করা হয় আরেক রিকশাচালক আনোয়ারকে। থানায় আলাদা দুটো মামলা হলে নড়েচড়ে বসে পুলিশ।

আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে গেন্ডারিয়া থানা পুলিশ।

ওয়ারী বিভাগের ডিসি জানান, গ্রেপ্তারকৃতরা অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যার সূত্র ধরে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করার কাজ করছে পুলিশ।

এএইচ