অপরাধ ও আদালত
0

আইনজীবী পান্নাকে হত্যাচেষ্টা মামলা থেকে বাদ দিতে বাদীর আবেদন

হত্যাচেষ্টার মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে আসামির তালিকা থেকে বাদ দিতে আবেদন করেছেন ওই মামলার বাদী। আজ (সোমবার, ২১ অক্টোবর)  রাজধানীর খিলগাঁও থানায় এই আবেদন জমা দেওয়া হয়।

এতে বলা হয়, 'ভুলবশত' আসামির তালিকায় জেড আই খান পান্না'র নাম উল্লেখ করা হয়েছে। এই মামলা থেকে তাকে বাদ দিয়ে মামলাটি তদন্ত করার জন্য আবেদন জানান বাদী মো. বাকের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আদালতে যাওয়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।

আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ জেড আই খান পান্নার জামিন আবেদন মঞ্জুর করেন।

জেড আই খান পান্না জামিন পেয়ে গণমাধ্যমকে বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে কোনো আঘাত আসলে প্রতিবাদ জানাবো। মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন থাকবো আমৃত্যু।’

মামলার বাদী মোহাম্মদ বাকের (৫২) একজন সবজি বিক্রেতা। তিনি ঢাকার বনশ্রী এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন। তিনি তার ছেলে আহাদুল ইসলামকে (২৫) গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। 

এর আগে জেড আই খান পান্নার বিরুদ্ধে করা মামলায় গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এই মামলায় নাম উল্লেখ করা আসামি মোট ১৮০ জন। ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।

ইএ