অপরাধ ও আদালত
0

হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছেন প্রধান বিচারপতি

নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে হাইকোর্টের এমন ১২ বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ (বুধবার, ১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে। ১২ জনের মধ্যে এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান ও বিচারপতি শাহেদ মো. নুরউদ্দিনকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

এর আগে সকালে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান তিনি। জানা গেছে, এই ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। বিচারপতিরা বিচারিক ক্ষমতা হারাবেন নাকি ছুটিতে পাঠানো হবে সে বিষয়ে তখন কিছু জানা যায়নি।

এছাড়াও আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া বিচারপতিদের দুপুর ২টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যতক্ষণ পর্যন্ত বিচারপতিদের অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা হাইকোর্টে অবস্থান করবেন বলেও জানানো হয়।

এএইচ