দেশে এখন
অপরাধ ও আদালত
1

সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২ ভুয়া চিকিৎসককে জরিমানা

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২ ভুয়া চক্ষু চিকিৎসককে ২ লাখ টাকা আর্থিক জরিমানা ও চক্ষু সেবা কেন্দ্র সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ১৪ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তার পাড়ায় শামিম আই কেয়ার ও দড়গা রোডে অবস্থিত প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্রে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।

এসময় ভুয়া চক্ষু চিকিৎসক শামিম হোসেন ও আব্দুল্লাহ আল মামুন সরকারকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলাম, সিভিল সার্জন ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশ সদস্যরা।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর