যারা আপনাদের ভোট নিয়ে নিজেদের আখের গোছায় তাদের ভোট দেবেন না: মান্না

কথা বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
কথা বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না | ছবি: এখন টিভি
2

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এবার সুযোগ এসেছে যখন নিজের পছন্দের মতো ভোট দিতে পারেন। সেই ভোটে এমন মানুষকে নির্বাচিত করবেন, এমন সরকার গঠন করবেন, যারা আপনাদের সরকার হবে। যারা আপনাদের ভোট নিয়ে নিজেদের আখের গোছায় তাদের ভোট দেবেন না।

আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সন্ধ্যায় নাগরিক ঐক্যের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক সাকিব আনোয়ারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি।

আরও পড়ুন:

জুনায়েদ সাকি বলেন, ‘জনগণের আন্দোলনে ফ্যাসিবাদী শাসক পালিয়েছে, কিন্তু ব্যবস্থা বদলায়নি।’

তিনি আরও বলেন, ‘সংসদ নির্বাচনে যাকে ভোট দিচ্ছেন সে যদি আপনাদের কথা না বলে তাহলে সেই সংসদ হবে লুটেরাদের আস্তানা। তাই ভোট দিতে অবশ্যই সচেতন হতে হবে।’

সেজু