সিরাজগঞ্জে বাড়ছে শীতের তীব্রতা

শীতের প্রকৃতি
শীতের প্রকৃতি | ছবি: সংগৃহীত
0

যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামলেই কমে আসে তাপমাত্রা। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে দুর্ভোগ। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে ছিলো সড়ক।

সিরাজগঞ্জে হিমেল হাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঠান্ডা বেশি অনুভব হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসে শীত। তাপমাত্রা ওঠানামা করায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতাল গুলোতেও বাড়ছে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত মানুষ।

আরও পড়ুন:

সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি আর সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এফএস