আদালত প্রাঙ্গণ থেকে মুক্তি পেয়ে তিনি সেখান থেকেই নিজ গাড়িতে করে বাসায় ফেরেন।
এর আগে গত রোববার (৬ অক্টোবর) তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
এরপর গতকাল (সোমবার, ৭ অক্টোবর) পল্টন মডেল থানায় দায়েরকৃত বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে উপস্থিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাচান।
সাবের হোসেন চৌধুরী বিগত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ছিলেন। তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের নৌ-পরিবহন ও পরবর্তীতে এলজিআরডি উপমন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। এছাড়া সাবের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ছিলেন।