অপরাধ ও আদালত
0

আনিসুল হক ও সালমান এফ রহমানের আবারও ৫ দিনের রিমান্ড

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) সকালে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

রাজধানীর কোতয়ালি থানায় করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের এ রিমান্ড দেয়া হয়। এই মামলায় আজই তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রাশিদুল হাসান। আসামিপক্ষ রিমান্ডের বিরুদ্ধে শুনানি করেন এবং জামিনের আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ডের আদেশ দেন।

এর আগে ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা গত ১৩ আগস্ট সদরঘাট এলাকায় বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজের হেফাজতে রেখে লেনদেন করছিলো। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। সেসময় আনিসুল হকের কাছে ১৭ হাজার ৫৯২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুর ডলার এবং সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ ইউএস ডলার, ৬২০ ফ্রান্সের মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের সাড়ে ৮ হাজার মুদ্রা, ১১ হাজার ৬৫০ সোদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড ও ১৩৩২ ইউরো এবং বাংলাদেশি ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

আসামিরা আটকের সময় এসব বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলেও মামলার অভিযোগে বলা হয়।

এছাড়া গত ১৪ আগস্ট নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তাদের দু'জনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতিস্মরণীতে রাস্তার ওপর এলোপাতারীভাবে গুলি করে ছেলে মো. সুমন সিকদার (৩১) কে হত্যা করে। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আনিসুল হক ও সালমান এফ রহমানসহ ১৭৯ জনকে আসামি করেন।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় সাবেক ওসি আবুল হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছেন সিএমএম আদালত।

এসএস