এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ৭ দশমিক ৬২ মিলিমিটারের গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মাসুদ আলম কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার আসানুল্লাহর ছেলে।
যৌথবাহিনী সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪ ও ৫ আগস্ট কুমিল্লার বিভিন্ন স্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র-জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।
গ্রেফতার হওয়া অস্ত্রধারী মো. মাসুদ আলমকে বুড়িচং থানা পুলিশের কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়।