রিটে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলসহ রাজউকের সকল অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এসব অবৈধ বরাদ্দের সাথে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রার্থনা করা হয়েছে।
আবেদনকারীদের পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন। রিট আবেদনকারী অন্যান্য আইনজীবীরা হলেন মো. রেজাউল ইসলাম, আল রেজা মো. আমির, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, মো. বেলায়েত হোসেন সোজা, কামরুল ইসলাম রিগান, হাসান মাহমুদ খান, শাহীনুর রহমান শাহীন এবং মো. জিল্লুর রহমান।
এর আগে রাজউক কর্তৃপক্ষের পূর্বাচলে সংরক্ষিত প্লট থেকে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা নেয়া হয়েছে নিজ পরিবারের নামে।
শেখ হাসিনা পরিবারের নামে নেয়া প্লটের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহেনা ও তার দুই ছেলে-মেয়েসহ মোট ছয় জনের নামে ১০ কাঠা করে এ প্লট বরাদ্দ পান।
রাজউক সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩ আগস্ট প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।