দেশে এখন
অপরাধ ও আদালত
0

জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। আজ (রোববার, ১ সেপ্টেম্বর) চেম্বার আদালতের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী শিশির মুনীর এই আবেদন করেন।

তিনি বলেন, 'ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।'

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

পরবর্তী সময়ে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। পরে মামলাটি শুনানি শেষ না করে কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর