অপরাধ ও আদালত
0

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের আবেদন আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (১৫ জুলাই, ২০২৪) আইনজীবী গাজী এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল (বুধবার, ১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ধানমন্ডিতে আবেদন জমা দেয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যত ধরণের সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার বিচার চাওয়া হয়েছে। এসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের মন্ত্রিদের বিরুদ্ধে এই অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সংস্থার কর্মকর্তা আতাউর রহমানকে নিযুক্ত করা হয়েছে। আইনজীবী গাজী এম এইচ তামিম জানান, সারা বাংলাদেশের ঘটনা তদন্ত করা সময় সাপেক্ষ ব্যাপার। তদন্ত শেষ করতে সময় দিতে হবে। ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব বলেও জানান তিনি।

শেখ হাসিনা ছাড়াও অভিযোগে সাবেক মন্ত্রীদের মধ্যে আছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

এছাড়াও আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর