কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এই আবেদন দায়ের করেন।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ তৎকালীন মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার চেয়ে আবেদন করা হয়।
দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়ার পর তা গ্রহণ করেছে তদন্তকারী সংস্থা।