অপরাধ ও আদালত
0

প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত করা হয়েছে। আজ (শনিবার, ১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এদিকে সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকায় প্রধান বিচারপতিকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা।

পরে হাইকোর্টে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। প্রধান বিচারপতিসহ সকল বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে বিচারপতির বাসভবনের দিকে যায়। আরেকটি অংশ হাইকোর্ট এ্যানেক্স ভবনের যায়।

tech