অপরাধ ও আদালত
0

কোটা নিয়ে শুনানি রোববার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল শুনানির জন্য আগামী রোববার (২১ জুলাই) দিন ধার্য করেছেন বিশেষ চেম্বার আদালত। আজ (বৃহস্পতিবার, ১৮ জুলাই) সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এই আদেশ দেন।

গত ১২ জুলাই কোটা পুনর্বহাল করে দেয়া হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

এর আগে ৫ জুলাই হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের দেয়া প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেয়। এরপরই উচ্চ আদালতের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট কোটা বাতিলের সিদ্ধান্ত বাতিল করার পরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

গত (মঙ্গলবার, ১৬ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলন চরম সহিংসতায় রূপ নেয়। এরপরই বৃহস্পতিবার বিশেষ চেম্বার আদালত বসে বিষয়টি শুনানির জন্য রোববারের জন্য দিন ঠিক করেছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর