অপরাধ ও আদালত
0

কেএনএফ সদস্য সন্দেহে আটক ৫ জন কারাগারে

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে আটক আরও পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ (শুক্রবার, ১২ জুলাই) বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন - সং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। তারা সবাই রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গতকাল বৃহস্পতিবার রুমা উপজেলার লাইরুনপি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পাঁচ সহযোগীকে গ্রেফতারের পর আজ আদালতে হাজির করে। তখন আদালতের বিচারক অভিযোগ শুনে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়াল পালিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুমায় ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের মামলায় গ্রেফতার কেএনএফের পাঁচ সহযোগীকে আদালতে হাজির করা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামিদের জেলে পাঠানোর নির্দেশ দেন।