টাঙ্গাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুনায়েদ হোসেন
জুনায়েদ হোসেন | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২০ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশের সন্তোষ পুরাতন পাড়া নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিক্ষার্থী জুনায়েদ হোসেন (২৪) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের গ্রামের আলি আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার এসআই কাজী নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রুমের দরজা লাগানো। এরপর দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করলে দেখা যায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলে আছেন জুনায়েদ। পরে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘যে ছেলেটি আমাদেরকে খবর দিয়েছিল সেই ছেলেটি জুনায়েদের পাশের রুমে থাকেন। জুনায়েদ আগের দিন বেলা ১১টায় তাকে বলেছিল, আমি ঘুমাব। আমাকে কেউ যেন বিরক্ত না করে। এরপর দীর্ঘসময় পার হলেও কোনো সাড়া না পেয়ে তিনি আমাদেরকে খবর দেন।’

এসএস