নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, এলাকায় শোকের মাতম

শোকাহত এলাকাবাসী ও স্বজনেরা
শোকাহত এলাকাবাসী ও স্বজনেরা | ছবি: এখন টিভি
0

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্পট্রাকের চাপায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন; নুরপুর গ্রামের মাংরা উরাও এর ছেলে সঞ্চু উরাও(৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান(২২), অনিল পাহানের ছেলে বিপ্লব(২২) ও খোকা পাহানের ছেলে বিরেন (৫০) এবং অটোরিকশা চালক মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান(২৪)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের চার কৃষক দুইটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে শনিবার ভোরের সবজি বিক্রির জন্য উপজেলা সদরে হাটে যাচ্ছিলেন। পথে ভোর সাড়ে ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক নওগাঁ- পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় তাদের চাপা দিয়ে সড়কের নিচে ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়।

স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় আহত তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অটোরিকশা চালকসহ আরও তিনজন মারা যান।

ঘটনার পর নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তারা। দরিদ্র এসব পরিবার সরকারের কাছে সহযোগিতায় চান নিহতের স্বজনরা।

স্থানীয়রা জানান, অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে এ প্রাণহানির ঘটনার জন্য দায়ী। আঞ্চলিক মহাসড়কে ডাম্প ট্রাক চলাচল বন্ধসহ বেপরোয়া গতির ভারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।

বাড়ির উঠানে মাচায় সাদা কাপড়ে মোড়ানে ছিল সঞ্চু উরাওয়ের মরদেহ। আর পাশের স্বজনের কান্নায় ভারী হয়ে আসে আকাশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী ভারতি উরাও।

আরও পড়ুন:

নিহত সঞ্চু উরাওয়ের স্ত্রী বলেন, ‘এক ছেলে ও দুই মেয়ে, সবাই নাবালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন স্বামী। অন্যের জমি বর্গা করে কোনো রকম সংসার চলতো। এখন সন্তানদের নিয়ে কিভাবে দিনপথ যাবে।’

শিবপুর গ্রামের এনামুল হক বলেন, ‘সড়কের পাশে বাড়ি। ভোর ৪টার কিছু পর বিকট শব্দে ঘুম ভাঙে। সড়কে ছুটে এসে দেখি ডাম্প ট্রাক সড়কের নিচে পানিতে পড়ে আছে। আর অটোরিকশা দুইটি দুমড়ে-মুচড়ে গেছে ও কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘটনাস্থলে দুইজন মৃত পাওয়া যায়। আরও তিনজন গুরুত্বর আহত। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তারাও মারা যায়। তবে ছয়জনের মধ্যে একজন অটোরিকশা চালক সুস্থ আছে, বাকি সবাই মারা গেছেন।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, ‘নিহতদের গ্রামের গিয়ে পরিবারে সঙ্গে কথা বলা ও খোঁজখবর নেয়া হয়েছে। তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সরকারি যেসব সুযোগ সুবিধা আছে তাদের দেয়া হবে।’

নিহতের এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন। এছাড়া নওগাঁ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান নিহতের পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহযোগিতা করেছেন।

নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) আসনের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান বলেন, ‘নিহতরা সবাই আদিবাসী সম্প্রদায়ের। তারা আর্থিক ভাবে অসচ্ছল ও দিনমজুর। পরিবারের সঙ্গে কথা বলে আমরা বাকযুদ্ধ হয়েছি। নিহতের সৎকারের জন্য তাৎক্ষনিক ভাবে প্রত্যেককে পরিবারকে ১০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।’

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ ইসলাম বলেন, ‘বেপরোয়া গতির ডাম্প ট্রাকের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।’

এফএস