আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, খুলনা থেকে আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির মোট ৩০টি তেলবাহী ওয়াগনের মধ্যে দুটি লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
স্টেশন মাস্টার জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।





