আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সকাল ১০ টায় মুক্তাগাছা পৌর এলাকার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে দরিদ্র রোগীদের জন্য আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পে ২৫০ জন দরিদ্র মানুষকে সেবা দেয়া হয়।
এসময় বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলার সরকারি শারীরিক শিক্ষক কলেজ মাঠে ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শন করেন।
আরও পড়ুন:
সেনবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও দরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং শীত মৌসুমে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষুধ, চশমা এবং শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত হন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মালিক সামস উদ্দীন মুহাম্মদ মঈনসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।




