নির্বাচিত হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) দিনাজপুরের গোর এ শহিদ ময়দানে নির্বাচনি জনসভায় এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে দিনাজপুরের মানুষ গ্যাস পাবে, আমরা চাই উত্তরবঙ্গ হোক কৃষি শিল্পের রাজধানী। আধুনিকভাবে চাষ করে উৎপাদন বেশি করা হবে, ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।’ এ সময় দিনাজপুরে উৎপাদিত আম এবং লিচুর জন্য আধুনিক শিল্প কারখানা গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন তিনি।

জামাতে আমির বলেন, ‘ক্ষমতায় গেলে চাঁদাবাজি রুখে দেয়া হবে। এমন বাংলাদেশ গড়তে চাই যেন একটি শিশু জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে পুষ্টির অধিকার পাবে, স্বাস্থ্যের অধিকার পাবে, শিক্ষার অধিকার পাবে, সে বড় হয়ে দেশের জন্য কাজ করবে চাঁদাবাজি হবে না।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে, মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে, পাঁচ বছর সকল শিশু ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

সবশেষে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে দিনাজপুরের ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন জামায়াতে আমির। এর আগে সকাল থেকেই সমাবেশ স্থলে আসেন দিনাজপুরের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। এখান থেকে ঠাকুরগাঁ হয়ে রংপুরে সমাবেশ করে আজকের কার্যক্রম শেষ করবেন তিনি।

এফএস