প্রত্যক্ষদর্শীরা জানান -চট্ট মেট্রো-ট-১১-০৬৯৩ নম্বরবাহী ট্রাকটি চট্টগ্রাম থেকে রাঙামাটিতে সরকারি চাল নিয়ে আসছিলো। কিন্তু টিভি স্টেশন এলাকায় খাড়াই পথ পার হতে গিয়ে ব্রেক ফেল করে পিছনের সিএনজি অটোরিকশার ওপর উল্টে পরে। এতে রাঙামাটি-থ-১১-০৮৮১ নম্বরবাহী সিএনজি অটোরিকশার ভেতর চাপা পরেন। এসময় আরও দুই নারীসহ তিন যাত্রী বিপদ আঁচ করতে পেরে নেমে পড়ায় প্রাণে বেঁচে যান। তবে দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও সহকারী এবং সিএনজি চালিত অটোরিকশা চালক পালিয়ে যান।
পরে দুর্ঘটনায় পড়া যাত্রীদের উদ্ধার চেষ্টা চালান স্থানীয়রা। এসময় সড়কের দুদিকে সব ধরনের যানবাহন আটকা পরে। ঘণ্টাখানেক পর খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে চাপা পড়া নারীর নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নেন।
ভাগ্যের ফেরে বেঁচে যাওয়া দুর্ঘটনায় পড়া সিএনজি অটোরিকশার তিন যাত্রী মিনতি চাকমা, শান্তনা খীসা ও রুপন চাকমা জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি রামহরিপাড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শহরের প্রবেশমুখ মানিকছড়ি থেকে উঠেছিলেন ওই অটোরিকশায়।
আরও পড়ুন:
ঘটনাস্থলে কথা হলে যাত্রী মিনতি চাকমা বলেন, ‘বেশ খানিকটা দূরত্বে থাকা চালভর্তি ট্রাকটি পাহাড় অতিক্রম করতে গিয়ে ব্রেক ফেল করে পেছনের দিকে নামতে থাকে। কাছাকাছি আসতে ভয় পেয়ে আমরা তিনজন নেমে পরি।’
আরেক যাত্রী শান্তনা খীসা বলেন, ‘হঠাৎ ট্রাকটি সিএনজিকে সজোরে ধাক্কা দিয়ে উল্টে গিয়ে চাপা দেয়। এতে ভেতর মুমিনা বেগম চাপা পড়েন। সিএনজির ভেতরে তার হাত দেখা যাচ্ছিলো। তিনি হয়তো বাঁচার আকুতি জানাচ্ছিলেন। পরে লোকজন উদ্ধার চেষ্টা চালায়। কিন্তু চালভর্তি ভারি ট্রাক সরানো সম্ভব হচ্ছিলো না। পরে ফায়ার সার্ভিস উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।’
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া বলেন, ‘দুর্ঘটনায় এক নারীর মরদেহ এখানে আনা হয়েছে। তিনি আগেই মারা গেছেন।’
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘সকালে ট্রাক উল্টে সিএনজি অটোরিকশা চাপা পরে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।’





