পাবনা জেলা জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার আরিফপুর এলাকায় বাংলা স্টারের অবৈধ মিনি পেট্রোলিয়াম এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা ও আটঘরিয়া একদন্ত বাজারে বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্প ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও দুইটি পাম্প সিলগালা করা হয়।
আরও পড়ুন:
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি বলেন, ‘জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা অর্জন করছে। তার বন্ধের আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’





