সুনামগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কোরআন খতম
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কোরআন খতম | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ -১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের ও তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া মৃত্যুর সংবাদ শুনেই উনাকে এক নজর দেখতে এবং উনার জানাজায় অংশ নিতে গতকাল ঢাকায় চলে আসছি। পাশাপাশি আজকে আমার নির্বাচনি আসন তাহিরপুর উপজেলায় দিনভর খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হচ্ছে। তবে উনার মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হওয়ার নয়।

আরও পড়ুন:

এদিকে, ৩ বারের সাবেক নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তিন দিনের যে রাষ্ট্রীয় শোক সেই শোক মেনেই সুনামগঞ্জের অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত জেলার নেতাকর্মীরা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ছুটে যান।

ইএ