খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জে শোক; ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জে শোকের ছায়া, বন্ধ দোকান
নারায়ণগঞ্জে শোকের ছায়া, বন্ধ দোকান | ছবি: এখন টিভি
1

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জ শহরে ভোর থেকেই ব্যবসায়ী ও সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো ঘোষণা দিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে তারা সম্মান জানাতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ রাখছেন।

আরও পড়ুন:

মানুষের মধ্যে শোকের অনুভূতি স্পষ্ট। অনেকে বলছেন, এ নেত্রীর রাজনৈতিক জীবনের অবদান ও কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে তার উপস্থিতি ছিলো দেশের রাজনীতিতে বিশেষ প্রভাবশালী। রাজনৈতিক নেতারা ও সাধারণ মানুষ মিলিতভাবে দোয়া ও স্মরণসভায় অংশ নিচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দরা জানান, জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে আজ তারা দোকানপাট বন্ধ রেখেছে। সবার কাছে শান্তিপূর্ণভাবে শোকজ্ঞাপন করার আহ্বানও জানান তারা।

এফএস