খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার পথে বিএনপি নেতাকর্মী

ঢাকার পথে বিএনপি নেতাকর্মী
ঢাকার পথে বিএনপি নেতাকর্মী | ছবি: এখন টিভি
3

নারায়ণগঞ্জ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য রওনা হয়েছেন নারায়ণগঞ্জের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায় থেকে ছোট ছোট বহর নিয়ে তারা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।

তবে যাত্রাপথে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় নেতাকর্মীদের। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় অনেকেই নির্ধারিত সময় অনুযায়ী এগোতে পারছেন না।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘জানাজায় অংশ নেয়ার জন্য তারা ভোর থেকেই প্রস্তুতি নেন। কিন্তু পথে অতিরিক্ত যানজটের কারণে মানসিক চাপ ও শারীরিক কষ্ট পোহাতে হচ্ছে। তারপরও দলীয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তারা ধৈর্য ধরে যাত্রা অব্যাহত রেখেছেন।’

এদিকে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানানো হলেও বাস্তবে সড়কে চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে। ফলে জানাজায় সময়মতো পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নারায়ণগঞ্জ থেকে আসা অনেক নেতাকর্মী।

এফএস