নেত্রকোণায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নেত্রকোণার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইউনুস (১০) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আজ (শনিবার, ২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বেন্নাকান্দা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস বেন্নাকান্দা গ্রামের ইয়াকুব আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেন্নাকান্দা চৌরাস্তা এলাকার স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র মো. ইউনুস। শনিবার দুপুরে মাদ্রাসা ছুটি হলে দুপুরে খাবারের জন্য বাড়ির উদ্দেশে রওনা হন ইউনুস।

এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউনুসকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের মামা মো. এমদাদুল হক জানান, প্রতিদিনের মতো আজ দুপুরেও মাদ্রাসা থেকে দুপুরের খাবারের জন্য বাড়ির দিকে যাচ্ছিল আমার ভাগিনা মোহাম্মদ ইউনুস। এ সময় একটা অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, নিহতের দাদা এরইমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘাতক অটোচালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুতই অভিযুক্ত চালককে আটক করা হবে।


এএইচ