নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদীতে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতা ও পুলিশের ভিড়
নরসিংদীতে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতা ও পুলিশের ভিড় | ছবি: এখন টিভি
1

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানার মোড় এলাকায় ট্রাকচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুপুরের আগে একই সড়কের বেলাবো উপজেলার খামারেরচর এলাকায় পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামে পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

নিহত নারী পথচারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি রায়পুরা উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা যায়। আর পিকআপ ভ্যানচালক রুবেলের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ এক নারী ৬ থেকে ৭ বছর বয়সী এক ছেলে শিশুকে সঙ্গে নিয়ে জেলখানা মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকামুখী একটি ট্রাক ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এদিকে স্থানীয় জনতা ট্রাকটি আটক করেন এবং চালককে পিটিয়ে আহত করেন।

অপরদিকে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার খামারের চর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমরে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির চালকের মুত্যু হয়।

আরও পড়ুন:

এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।

সড়কের নারী নিহতের ঘটনায় ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

পিকআপ ভ্যানচালক নিহতের ঘটনায় ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএইচ