কুয়াশা কেটে স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট | ছবি: এখন টিভি
0

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এতে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:

ফেরি চলাচল বন্ধ থাকাকালে মাঝ নদীতে নোঙর করে রাখা হয় ফেরি শাহ পরান, ফেরি গোলাম মাওলা ও ফেরি বাইগারসহ একাধিক ফেরি।

শুক্রবার সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম। তিনি জানান, কুয়াশার তীব্রতা কমে এলে দৃশ্যমানতা স্বাভাবিক হয়। এরপর ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে ঘাটে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মোট ১১টি ফেরি নিয়মিত চলাচল করে।

ইএ