সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আটটি পোস্টাল কেন্দ্র করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে সরকারি চাকরিজীবী ছয় হাজার ৫৫৯ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ছয় জন ও আনসার ও ভিডিপি ৫৮ জন। এর মধ্যে দুই হাজার ৮৬ জন অনুমতি পেয়েছেন।
বাকি চার হাজার ৫৩৭ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। আবেদনকারীদের মধ্যে পুরুষ চার হাজার ৬৮০ জন ও নারী এক হাজার ৯৪৩ জন।
আরও পড়ুন:
নির্বাচন অফিসের কয়েকজন কর্মরত জানান, পোস্টাল ভোটের জন্য আবেদন করতে নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করতে হবে।
সেখানে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর এবং বর্তমান বিদেশি ঠিকানা ব্যবহার করে ইকেওয়াইসি ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
এরপর ব্যালট আবেদনকারীর ঠিকানায় পৌঁছে যাবে। অ্যাপের মাধ্যমে ভোট দিয়ে তা ফেরত পাঠানো যাবে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত আবেদনের সময় আছে। তখন এই সংখ্যা আরও বাড়বে।’





