মৌলভীবাজারে সীমান্ত থেকে ইয়াবাসহ মাদক কারবারী আটক, সিএনজি-অটোরিকশা জব্দ

আটক মাদক কারবারী ও জব্দকৃত মালামাল
আটক মাদক কারবারী ও জব্দকৃত মালামাল | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের জুড়ির ফুলতলা সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ৮২০ পিছ ইয়াবাসহ মাদক কারবারী আব্দুস সালাম(৫৫) কে আটক করেছে বিজিবি। এসময় একটি সিএনজি-অটোরিকশাও জব্দ করা হয়। ইয়াবা ও সিএনজির সর্বমোট সিজারমূল্য ১৬ লাখ ৪৬ হাজার টাকা।

বিজিবি জানায়, আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) ৫২ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল আনুমানিক দুপুর ১২টা ১০ মিনিটে সীমান্ত থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুলতলা নামক স্থান থেকে একজন আসামিসহ ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আরও পড়ুন:

জব্দকৃত মালামালে ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ৮২০ পিস যার সিজার মূল্য ১১ লাখ ৪৬ হাজার টাকা এবং একটি সিএনজি যার সিজার মূল্য ৫ লাখ টাকা। সর্বমোট সিজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার টাকা।

আটককৃত আসামি মো. আব্দুস সালাম ফুলতলার পশ্চম বটুলী গ্রামের ওসমান আলীর ছেলে। আসামিসহ জব্দকৃত মালামাল জুড়ি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন ৫২ বিজিবি বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

ইএ